প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্কুল মাঠে রবিন হত্যা: গ্রেপ্তার ৩

বগুড়ায় ঘনিয়াতলা স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে চাঞ্চল্যকর রবিন (২২) হত্যা মামলার পলাতক ৩ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

রোববার ভোরে গাজীপুরের সদর থানাধীন ইপসা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিতু (২৪), মো. সাগর (২৬) ও মো. নয়ন (২৩)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিন হত্যা মামলার অভিযোগে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ৯ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রবিন ইসলাম বগুড়া সদর থানাধীন ঘনিয়াতলা স্কুল মাঠে বিদায় অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হলে ভুক্তভোগীকে একা পেয়ে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থেকে দেশীয় অস্ত্র দা, লোহার রড, ছুরি দিয়ে এলোপাতারি ভাবে গুরুত্বর আঘাত ও রক্তাক্ত জখম করে পালয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নামধারী ৯ জন আসামিসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button