সারাদেশ

বাবাকে হত্যার পর “৯৯৯’-এ ফোন করে পুলিশকে জানালো ছেলে

নরসিংদীর রায়পুরায় নেশাগ্রস্ত ছেলের দায়ের কোপে বাবা হাজী আইনুল হক (৭০) নিহত হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে নিজেই পুলিশকে জানায় বাবাকে হত্যার কথা। পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত ছেলে ইয়াসিন(৩০) কে আটক করেছে।

রবিবার (৭ মে) সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইয়াসিন হাজী আইনুল হকের ২য় ছেলে।

জানা যায়, পারিবারিক কলহ নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ইয়াসিন বিভিন্ন সময় মাদক সেবন করতো। আজ সকালে এসব বিষয় নিয়ে ইয়াছিনের পিতার সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে পিতা আইনুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সে ৯৯৯ এ কল দিয়ে পিতাকে হত্যার কথা জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ইয়াছিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানান, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধিন। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button