জাতীয়

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডc

ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি জরুরি প্রয়োজনে ০১৭৬৯-৪৪০৯৯৯ নম্বরের যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া সেলের এক কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এ জন্য  প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের সব ঘাটি, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও  ডিজাস্টার রেসপন্স অ‌্যান্ড রেস্কিউ টিম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকার ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। শুক্রবার (১২ মে) তা আরো অগ্রসর হয়ে রোববার নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলোয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। মাছ ধরার ট্রলার, নৌকা জেলেদের নিরাপদ গন্তব্যে থাকতে বলা হয়েছে। পাশাপাশি, প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র।  – রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button