প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় সোনার বার দেখিয়ে প্রতারণার সময় আটক ৪

বগুড়ায় সোনার বার দেখিয়ে প্রতারণার সময় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল তিন টার দিকে শহরের কামারগাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তর পাড়ার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল মন্ডল, শহরের সেউজগাড়ি রেল কলোনী এলাকার মাহবুবুর রহমান কাইলার ছেলে ফজলুর রহমান, দুপচাঁচিয়া উপজেলার লাফাপাড়া এলাকার নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে খোকন চন্দ্র দাস ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়ার মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাহিনুজ্জমান জানান, শহরের কামারগাড়ি মোড় এলাকায় সোনার বার বের করে একজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপী কাগজের মধ্যে মোড়ানো একটি নকল সোনার বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা পেশাদার প্রতারক। মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button