ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অস্ত্রসহ চাচা-ভাতিজা আটক

বগুড়ার ধুনটে বিবাদমান জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর মহড়াকালে দেশীয় তৈরী ৪টি অস্ত্রসহ (বর্শার ফলা) চাচা ভাতিজাকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইউসুফ আলী (৩৮) উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে ও সম্রাট বাবু(২৮) একই গ্রামের মজনু মিয়ার ছেলে।

শনিবার ভোর ৪টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের চিকাশি-ছোনপচা গ্রামের জামতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, আটককৃত চাচা ও ভাতিজার একই এলাকার কৃষক সোলায়মান আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। সকালে বিবাদমান ওই জমির দখল নেয়ার জন্য তারা দেশীয় তৈরী অস্ত্র সহ প্রস্তুতি নিতে থাকে। তখন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় তৈরী অস্ত্র জব্দ করা হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, দেশীয় তৈরী অস্ত্রসহ আটক ব্যক্তিদের অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শাস্ত রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button