প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানাসহ সিলগালা

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগস্টিক সেন্টার পরিচালনার দায়ে ২লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার বগুড়া ও সিভিল সার্জন অফিস যৌথ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার বগুড়া জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী ও সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে প্রতিনিধি ছিলেন মেডিক্যাল অফিসার ডা. দিবাকর বসাক। এ সময় জেলা চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি এনামুল হক দুলাল উপস্থিত ছিলেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, প্রতিষ্ঠানটি কোন বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই। মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ আর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button