আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক(৬৩) নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, ব্যবসায়ীক কাজে কুষ্টিয়া থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে সান্তাহারে আসছিল আব্দুর রাজ্জাক। সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া ব্রীজের মেরামতের কাজ চলাকালীন সময়ে ট্রেনটির গতি কমিয়ে দেয়। এসময় ট্রেন থেকে তারাহুরো করে নামতে গিয়ে পড়ে মারা যান। তিনি।
নিহতের পরিবারের কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ