প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় জেলা পরিষদের বে-আইনিভাবে মার্কেট নির্মান, বন্ধ করলেন রেল কর্তৃপক্ষ

বগুড়ায় রেলের জায়গা দখল করে জেলা পরিষদের নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করলেন রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে দখল অভিযোগ তদন্ত করে এ কাজ বন্ধ ঘোষনা করেন বাংলাদের রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) পৌনেন্দ দেব।

জানা যায়, বগুড়া শহরের সূত্রাপুর মৌজার সি এস-১২২৬ সাবেক ১১৩৬ দাগে বগুড়া জেলা পরিষদের মার্কেট জবর দখল করে কাজ চলছে, এমন অভিযোগ তদন্ত করতে আসেন তিনি। এ সময় নির্মাণাধীন মার্কেটে উভয়পক্ষের
কাগজপত্র যাচাই-বাছাই করেন ও নির্মাণাধীন মার্কেটের চলমান কাজ বন্ধ ঘোষনা করেন।

এর আগেও বগুড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ২ ধাপে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ শুরু করে জেলা পরিষদ।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) পৌনেন্দ দেব বলেন, যেহেতু জায়গাটা বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি, সেহেতু জেলা পরিষদ বে-আইনিভাবে মার্কেট নির্মাণ করছে। আমি মন্ত্রনালয়ের আদেশে তদন্ত করতে আসি ও চলমান কাজ বন্ধ করি। তারা মন্ত্রনালয়ে কথা বলে বিষয়টা সমাধান করবে।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button