সাংবাদিক হত্যায় জড়িতদের শাস্তির দাবি বগুড়া জেলা প্রেসক্লাবের

বগুড়া জেলা প্রেসক্লাব কতৃক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ক্লাব থেকে।
১৫ জুন রাতে এক যৌথ বিবৃতিতে বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিবুর রহমান বিলু ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম এ দাবি জানান।
এসময় প্রতিবাদে বলা হয়, ‘আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে গোলাম রাব্বানীর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যা অত্যন্ত নিন্দনীয়। এধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরো সংকুচিত করবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালায় সাংবাদিক গোলাম রব্বানীর উপর। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এসএ