প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৩ বসত বাড়ি পুড়লো শর্ট সার্কিটের আগুনে

বগুড়ায় তিন বসতবাড়িতে শর্ট সার্কিট এর আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ভোরে শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ বাড়ির মালিকের দাবি, এ ঘটনায় তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকার কথা জানানো হয়েছে।

বাড়ির মালিক রাজিবুল হক মিল্টন বলেন, তার স্ত্রী আনুমানিক রাত সাড়ে ৩ টায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে আগুন দেখতে পেয়ে সবাইকে ডাকে। টিনসেড বাড়িটিতে ৫ টি ঘরের ৩ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের নগদ টাকা, বাড়ির দলিল ও জিনিস পত্র সহ সব পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম বলেন, ‘ভোররাতে আগুনের খবর পেয়ে আমাদের দুইটা ইউনিট ঘটনাস্থলে পৌছায়। আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তিনি। এতে তিনটি ঘর এবং ঘরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button