সারাদেশ

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে সারাদেশের রেল-যোগাযোগ।

রোবাবার (১৬ জুলাই) সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা।

শ্রমিকরা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।

এই বিভাগের অন্য খবর

Back to top button