প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রির অভিযোগে এক ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, রোগীদের জরুরী প্রয়োজনীয়তার সুযোগে জনতা ফার্মেসি এক রোগীর কাছ থেকে ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করে। পরে সেই রোগীর লোকজন অভিযোগ দিলে সেখানে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায় এবং দোকানের মালিক রবিউল ইসলাম রাব্বি অভিযোগ স্বীকার করেন। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে করা হয়৷

এসময় অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button