
শান্তি সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজন যুবলীগের কর্মী ও পথচারী রয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে আহত অন্তত চারজনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। আহতের মধ্যে দুজন রাজমিস্ত্রির কাজ করেন, একজন ছাত্র এবং একজন যুবলীগ কর্মী।
ডিএমপি মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। আমরা কয়েকজনকে আহত পেয়েছি। একজন নিহত হয়েছেন বলে শুনেছি।’
এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। এতে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। সূত্র: বিডি ২৪ লাইভ