আবহাওয়াপ্রধান খবর

বাড়তে পারে বৃষ্টি, থাকবে সপ্তাহজুড়েই

কিছুদিন ধরেই দেশের বেশির ভাগ অঞ্চলে কমবেশি বৃষ্টি হচ্ছে। শনিবার (২৯ জুলাই) অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল রবিবার বা সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে সপ্তাহজুড়েই।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও বর্ধিত ৫ দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button