বগুড়ায় ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন: পুড়লো বিভিন্ন মামলার নথী
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন মামলার রায়ের নথি পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকান্ডের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
ডিসি অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের ফলস ছাদ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে এডিএম কোর্টসহ অন্যান্য কোর্টের বিভিন্ন মামলার রায়ের নথি সংরক্ষিত ছিল । আগুনে বেশকিছু মামলার রায়ের নথি পুড়ে গেছে। এ সময় ডিসি অফিসের কর্মচারীরা কার্যালয়ে স্থাপিত অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়। বিকেল সোয়া তিনটার দিকে ফায়ার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য পৃথক দুটি কমিটির গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই রেকর্ড রুমে আগুন লাগে। খবর পেয়ে তারা এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
(এ আর)