ধুনটে আদিবাসী দিবস পালিত

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আদিবাসী দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন বগুড়া জেলা শাখার আয়োজন দিবসটি পালিত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিবসটি উপলক্ষ্যে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ধুনট উপজেলা পরিষদে চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, যুবলীগ নেতা আতিকুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি কার্তিক কুমার বানাই, ধুনট উপজেলা শাখার সভাপতি সুনীল মালো, আদিবাসী নেতা জুড়া, রবিদাস, সামারু, গোপাল, পপি ও আদুরী প্রমুখ।