প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ডিসি’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবকে কল দিয়ে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এটি একটি প্রতারণা ও জালিয়াতিমূলক অপকর্ম। এই অপকর্ম থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসক, বগুড়ার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে যদি কারও কাছে কেউ অর্থ বা ঘুষ দাবি করে তাহলে কোন অবস্থাতেই এই ধরনের অবৈধ লেনদেন না করার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়াও সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে সমায়িকভাবে এই নম্বরটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।