প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় করতোয়া নদীতে যুবকের ভাসমান লাশ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় করতোয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে সদরের করতোয়া নদীতে নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় ওই মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, লাশটি পানিতে থাকায় পচে ফুলে গেছে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। ফলে তার দেহে আঘাতে কোনো চিহ্ন আছে কিনা তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।