ধুনট উপজেলা

ধুনটে স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিলেন নেতাকর্মীরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে ধুনট পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন দলের নেতাকর্মীরা।

এরপর অনুষ্ঠানে উপস্থিত দলের নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেদের মেধা-মনন-শ্রম-শক্তি নিয়োগে সংকল্পবদ্ধ-এই হোক আমাদের আজকের দিনের শপথ।

উক্ত অনুষ্ঠানে ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতা কুদরত-ই-খুদা জুয়েল, আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, নাজনীল নাহার, আল-আমীন তরফদার, সুলতানা খাতুন, আলেপ বাদশা, জহুরুল ইসলাম বাবু, সামিদুল হক, আইয়ুব আলী, কামরুল হাসান আনছারী, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনিতা নাছরিন, যুবলীগ নেতা সুজাউদ্দৌলা রিপন, মইনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম মুঞ্জু, আবু সালেহ স্বপন, সাকিব শাহরিয়ার খান হৃদয়, ইব্রাহীম হোসেন ও সোহাগ মিয়া সহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button