আন্তর্জাতিক খবর

প্রেমিক খুঁজতে টিকটকে ভিডিও, আগ্রহী ৩ হাজার

প্রেমিক হতে চাইলে এখন আর শুধু মিষ্টি কথায় কাজ হবে না। রীতিমতো নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসংখ্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেই প্রেম করতে পারবেন ডাচ তরুণী ভেরা ডেকম্যানসের সঙ্গে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে তিনি আগ্রহীদের জন্য নির্ধারিত ফরমটি দেখান। ওই প্রশ্নপত্র পূরণ করে ইতোমধ্যে তিন হাজারের বেশি প্রার্থী ভেরার প্রেমিক হতে আগ্রহ দেখিয়েছেন।

২৩ বছর বয়সী ভেরা ডেকম্যানস এর আগে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। এখন তিনি প্রেমের সম্পর্কে জড়াতে চান। কিন্তু মনের মতো প্রেমিক পাবেন কোথায়? তাই এই কৌশলে কাজ করেছেন তিনি।

ডেকম্যানস লন্ডনে থাকেন। তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করে, আমি প্রেমিক নির্বাচনের জন্য আবেদন চেয়েছি—এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সামগ্রিকভাবে অনেক প্রার্থীই এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।’

ডাচ এই তরুণী বলেন, ‘২০২৩ সালে ডেটিং করাটা কঠিন। তাই আমি এখন জানতে চাই, কে ভালো প্রেমিক হতে পারে বা আমার জন্য উপযুক্ত প্রেমিক হতে পারে। আমার কাছে যত আবেদন জমা পড়েছে, তা গণনা করা কঠিন। তবে এতটুকু বলতে পারি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমার কাছে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে।’

যুক্তরাজ্যভিত্তিক সাবস্ক্রিপশনের মাধ্যমে ইন্টারনেট কনটেন্ট পরিষেবা অনলিফ্যানসের মডেল ভেরা ডেকম্যানস। প্রেমিকের জন্য দেওয়া আবেদন ফরমে তিনি দাবি করেছেন, অনলিফ্যানসে মডেলিং করে তিনি মাসে প্রায় ৩ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪৯৬ টাকা (৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) আয় করেন।

প্রেমিকের জন্য আবেদনে ভেরা প্রার্থীদের কাছে ‘হ্যাঁ বা না’সূচক উত্তরের প্রশ্ন জানার আগে জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন এবং কতজন সাবেক প্রেমিকা ছিল, তা জানতে চেয়েছেন। এ ছাড়া প্রার্থী পূর্ণ সময় চাকরি করেন কি না, কাজের জন্য গাড়ি আছে কি না, তা–ও জানতে চেয়েছেন। প্রার্থী কার্টুন দেখতে পছন্দ করেন কি না, এমন উদ্ভট প্রশ্নও আছে ওই আবেদন ফরমে।

ডেকম্যানস বলেন, তিনি এভাবে স্বপ্নের মানুষের দেখা পেলেও তার সঙ্গে কোনো বিষয়ে আপস করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি সম্পর্কের ব্যাপারে সিরিয়াস। তবে প্রেমিককে মজার মানুষ হতে হবে, গানে ভালো রুচি থাকতে হবে এবং নিজে আয় করতে হবে। এ ছাড়া তাকে সৎ, অনুগত ও কার্টুন দেখার মানসিকতা থাকতে হবে।’

ভেরার প্রেমিক হতে ইচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, তিনি তার প্রেমিক হতে চান। কিন্তু শর্তে আটকা পড়েছেন তিনি। কারণ, তিনি মা-বাবার সঙ্গে থাকেন এবং তার নিজের কোনো গাড়ি নেই। তবে তিনি দুটি নৌকার মালিক।

ভেরা তার প্রেমিকের সঙ্গে ডেটিংয়ের প্রথম দিন কীভাবে কাটাবেন, তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সুন্দর পোশাক পরে আসব। আমি যার সঙ্গে ডেটিং করব, তার ওপর ছাপ ফেলতে চাই। বিনিময়ে আমি একই রকম আশা করব। আমার সামনে কোনো কিছু ভালো দেখানোর ভান করা যাবে না। কারণ, আমিও তার জন্য একই কাজ করছি।’

এই মডেল আরও বলেন, ডেটিংয়ে তিনি কেবল নিজের জন্য অর্থ ব্যয় করবেন। নিজের জন্য অর্থ ব্যয় করার অর্থ হলো আপনি কাউকে কিছু দেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button