প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় ধর্ষণের পর হত্যাচেষ্টার ঘটনায় যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাইফুল ইসলাম নামের ওই যুবক আট মূল ইউনিয়নের নান্দুরা আঁকাইল পাড়া গ্রামের বাসিন্দা।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হলে অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণী অচেতন হয়ে পড়লে তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে কিছু কাপড় ওই তরুণীর শরীরের ওপর রেখে আগুন লাগিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

এ সময় মেয়েটির জ্ঞান ফিরলে সে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার রাতেই থানায় মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে সাইফুলকে শুক্রবার বিকালে সাইফুককে জড়িত সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button