সারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গ্রেফতার ১
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকার গমিরউদ্দীন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ১০-১৫ জন বখাটে নারী শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। তার ধারাবাহিকতায় বুধবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করে শাহ আলম (২৫) ও তার দলবল।
এ সময় প্রতিবাদ করতে গেলে বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান (৫৫) মারধরের শিকার হন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে শাহ আলমকে গ্রেফতার করে তার নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে।
বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম।