
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে এক নম্বর গ্রুপের ম্যাচে ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত ৫০ রানে বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালের পথ সুগম করেছে।
এন্টিগা স্টেডিয়ামে শনিবার রাতের এই ম্যাচে টস হারা ভারতের ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান রান করে।
ভারতের ইনিংসে হার্দিক পাণ্ডিয়া অপরাজিত ৫০, বিরাট কোহলি ৩৭, ঋশভ পন্থ ৩৬ ও শিভাম দুবে ৩৪ রান করেন।
বাংলাদেশের রিশাদ ও তানজিম সাকিব ২টি করে এবং সাকিব আল হাসান ১টি উইকেট লাভ করেন।
বাংলাদেশের ইনিংসে নাজমুল হোসেন শান্ত ৪০, তানজিদ তামিম ২৯ এবং রিশাদ ২৪ রান (১০ বলে ৩টি ছক্কা সহ) করেন।
ভারতের কুলদীপ যাদব ৩টি ও বুমরাহ ২টি উইকেট পান।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। আর ভারত তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়।