প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নয়মাইল বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল (৬০) নামের বৃদ্ধ শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নয়মাইল হাট থেকে বের হয়ে বৃদ্ধ বাবুল ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর থেকে বগুড়াগামী ট্রাকের চাপায় ঘটাস্থলেই প্রাণ হারান।
পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠিয়েছেন।