প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই প্রতিবাদ্যকে সামনে
রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা।


শনিবার সকাল সাড়ে ১১ টায় মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। পরে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান।

মেলায় ২৯টি প্রতিষ্ঠান ৩৯টি স্টল স্থাপন করেছে। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।

এই বিভাগের অন্য খবর

Back to top button