বগুড়ায় রায়হান হত্যা: চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় বগুড়ার দুপচাঁচিয়ায় আবু রায়হান রাহিম (২৯) নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়রসহ ২২ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে নিহতের মা রওশন আরা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ৬০ জনকে।
শনিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার।
আবু রায়হান রাহিম উপজেলার চক সুখানগাড়ী এলাকার মৃত শাহাজান আলীর ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য ও একটি টিসু কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
গত ৪ আাগস্ট দুপুচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল বের হয়। মিছিল নওগাঁ-বগুড়া সড়কের আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে এলে মিছিলে হামলা করা হয়। এতে রাহিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তিনি মারা যান।
মামলার আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোমিনুর তালুকদার পলাশ, সজল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, রাশেদুল ইসলাম রানু, পলাশ, রবিউল, পৌর কাউন্সিলর আকরাম, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, বুলেট, ফারুক, লিখন, মামুনুর রশিদ, তালোড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সৈকত, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, আব্দুস সোবহান ও সানোয়ার হোসেন।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আগস্ট দুপচাঁচিয়া উপজেলায় মিছিল বের হয়। মিছিলটি নওগাঁ-বগুড়া সড়কের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করেন। এতে রাহিম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) পাঠানো হয়। ওইদিন রাতেই রাহিমের জরুরী অস্ত্রোপচারের জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।
মামলার বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, “নিহতের মা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’