প্রধান খবরশিক্ষা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলল।

এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে গত ১৭ জুলাই থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অন্যান্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button