প্রধান খবরশিক্ষা
পেছাল এইচএসসি পরীক্ষা, বাকি বিষয়গুলো অর্ধেক প্রশ্নোত্তরে
অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র–জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় স্থগিত করা হয় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।