ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

এক যুগ পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

পুনর্গঠনের অংশ হিসেবে আজ জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বর্তমান সভাপ‌তি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পদত‌্যাগ করেছেন। দীর্ঘ একযুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) অনলাইনে সভায় যুক্ত হ‌য়ে পদত‌্যাগ করেন পাপন। তার সঙ্গে আরো ক‌য়েকজন প‌রিচালক পদ ছাড়‌তে পা‌রেন বলে গুঞ্জন আছে। এর আগে পদত্যাগ করে বিদায় নিয়েছেন জালাল ইউনুস।

আইসিসি কিংবা বিসিবি গঠনতন্ত্রে অন্তর্বর্তী বা অ‌্যাডহক ক‌মি‌টির সুযোগ নেই। তবে সবাই একযোগে পদত্যাগ করলে ভিন্ন কথা। সে পথে না হেঁটে বর্তমান বোর্ডের কয়েকজনকে রেখেই হবে পুনর্গঠন।

তবে প্রক্রিয়া যাই হোক, বিসিবির নতুন কমিটিতে থাকছেন খালেদ মাসুদ পাইলট। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক। কাজ করতে চান ক্রিকেট সংস্কারের।

উল্লেখ্য, ২০১২ সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন পাপন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে। যদিও নিজের মেয়াদের শেষদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয়বারের নিয়োগ, ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তঃকলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল। 

২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। ২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

এই বিভাগের অন্য খবর

Back to top button