খেলাধুলা

সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ নানা অভিযোগ

সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভি‌যোগ খ‌তি‌য়ে দেখ‌তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা প‌ড়ে‌ছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী বুধবার (২৮ আগস্ট) ক‌মিশ‌নের চেয়ারম‌্যান বরাব‌র এই আবেদন করেন।

আবেদনে তিনি সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন।

শেখ হা‌সিনার সরকার পত‌নের পর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button