সারাদেশ

ভেসে আসছে মরদেহ, ফেনীতে মৃত্যু বেড়ে ২৩

ফেনীতে বন্যায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতির পর খালে-বিলে ও বিভিন্ন জায়গায় ভেসে আসছে মরদেহ।

জানা গেছে, ফেনীতে বন্যায় এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এছাড়াও স্বজন ও প্রতিবেশীরা ধারণা করছেন অনেকেরই মরদেহ বিভিন্ন স্থানে পাওয়া যাবে বলে।

ফেনীর পুলিশ সুপার বলেন, ফেনীর গ্রামগঞ্জে এখনো পানি সম্পূর্ণ নামেনি এবং পানি পুরোপুরি নামার পর নিহতের আসল সংখ্যা জানা যাবে।

ফেনী জেলা প্রশাসক বলেন, বন্যায় ২৩ জন নিহতের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button