প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় পাখি শিকারীর ‘গুলিতে’ নারী আহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে পাখি শিকার করতে গিয়ে বন্দুকের গুলিতে মাজেনা বেগম নামে এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চার টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট এলাকার আরিফ ও আসিফ নামে দুই ভাই পাখি শিকারের বন্দুক দিয়ে গুলি করার সময় মাজেনা বেগমকে আহত করেন।

মাজেনা বেগম ওই ইউনিয়নের মুসলিম পাড়ার আতাউর রহমানের স্ত্রী। পরিবার সূত্র জানায়, বন্দুকের গুলি মাজেনার ডান কানের উপরে মাথায় আঘাত করে। এ ঘটনার পর চিকিৎসা গ্রহণ শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মাজেনার মেয়ে মোছা রঞ্জনা এই অভিযোগ দেন। এতে অভিযোগ করা হয়, ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামে আরিফ ও আসিফদের ২২ শতক জমি আছে। উঁচু প্রাচীর দেয়া এ জায়গার ভিতরে তারা কি করেন তা কেউ জানে না। আজ তারা দুই ভাই সেখানে প্রবেশ করে বন্দুক দিয়ে গুলি করছিলেন। পাশের জমিতে কাজ করা অবস্থায় মাজেনা ও অন্যরা সেটি দেখে তাদের নিষেধ করেন। কিন্তু তাতে তারা কোনো গুরুত্ব না দিয়ে একই কাজ করতে থাকেন আরিফ ও আসিফ। এর কিছু পরে মাজেনার মাথায় গুলি লাগে।

মাজেনা বেগমের মেয়ে জামাই মো মিলন জানান, আজকে পাশের গ্রামের জমিতে কাজ করতে যান তার শ্বাশুড়ি। ওই জমির পাশে আরিফদের জায়গা। সেখানে থেকে বেশ কয়েকটি গুলি করেন তিনি। এমন সময় একটি গুলি মাজেনার মাথায় আঘাত করে।
পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসি। আর এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

মিলন বলেন, আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। তারা কি বন্দুক দিয়ে গুলি করেছে তা বলতে পারবো না।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাহাজানপুর থানার তদন্ত পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওখানে তারা পাখি শিকার করত। আজকে এমন কিছু করতে গিয়ে ওই নারী আহত হন। খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়েছিল। তবে কাউকে পাওয়া যায়নি। এটা নিয়ে আমাদের তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা মামলা নিব।

এই বিভাগের অন্য খবর

Back to top button