বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের সামনে আজ ছিল ইকুয়েডর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা বেশ কষ্টেই পার করল সেলেসাওরা। ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিল।
নিজেদের মাঝে দারুণ সব পাসে বল বক্সের কাছে নিয়ে গেলেও গোলটাই শুধু আসছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ৩০ মিনিটে ডেডলক ভাঙে ব্রাজিল। বক্সের বাইরে লুকাস পাকেতার পাসে বল পান রদ্রিগো। বল পেয়ে সেখান থেকেই ডান পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান রদ্রিগো।
এক গোলে এগিয়ে থেকেই হাফ টাইমের বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর সেভাবে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই। শেষ পর্যন্ত রদ্রিগোর ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল।