আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি
সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
মাহবুব আলী ২০১৪ সাল থেকে টানা দুবার সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রী হন তিনি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হকের কাছে পরাজিত হন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।