প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদরে বসতবা‌ড়ি‌তে করা এক পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে ঘরের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় বা‌ড়ি‌তে কেউ না থাকায় কোনো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।

শনিবার দুপুর দেড়টার দিকে শহরের ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ভাটকান্দি এলাকায় মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে ওই বাড়িতে পটকা তৈরির কাজ করেন। বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। দুপুর দেড়টার দিকে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ ঘটে এতে ঘরের টিনের চালা উড়ে বাহিরে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে যায়।

তি‌নি ব‌লেন, আমরা জানতে পে‌রে‌ছি, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি  ছাগল নিয়ে মাঠে গি‌য়ে‌ছি‌লেন।খোকনও বাড়িতে ছিলেন না। ধারনা করা হচ্ছে প্রচন্ড রোদ এবং গরমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ‌থে‌কে খোকন পলাতক রয়েছেন।

এর আগে চল‌তি বছ‌রের গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮ টায় ভাটকান্দি সংলগ্ন মালতিনগর নামা পাড়ায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরীর সময় বিস্ফোরণ ঘটে। এতে তার টিনশেড বাড়ির তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরনে চ‌ার নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায়  তাসনিম বুশরা (১৪) নামের এক স্কুল ছাত্রী মারা যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button