ক্রিকেটখেলাধুলা

সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড করল সাকিব

চলতি চেন্নাই টেস্টে এখন পর্যন্ত তাই সাকিব আল হাসানের পারফর্মেন্স মলিন। তবু আজ শনিবার ম্যাচের তৃতীয় দিনে মাঠে নেমেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়লেন সাকিব।

বাংলাদেশের এই তারকা অল-রাউন্ডার ৩৭ বছর ১৮১ দিন বয়সে আজ টেস্ট খেলছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন মোহাম্মদ রফিকের রেকর্ড। দেশের স্পিন কিংবদন্তি রফিক ৩৭ বছর ১৮০ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button