প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত
বগুড়ায় মহাসড়ক পাড়াপারের সময় অজ্ঞাতনামা গাড়ি চাপায় ৬০ বছর বয়সি এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারী ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, দির্ঘদিন ধরে ওই ভারসাম্যহীন নারী ছোনকা এলাকায় বসবাস করে করত। ভারসাম্যহীন হওয়াতে তার নাম পরিচয় কেউ জানতোনা। শুক্রবার সকালে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।