জাতীয়

সিআইডি’র নতুন প্রধান হলেন মতিউর রহমান শেখ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ।

বুধবার (১৬ অক্টোবর) অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ সিআইডিতে যোগদান করেন।

দায়িত্বভার গ্রহণের পর তিনি অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাবইকে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশ প্রাপ্ত) ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মতিউর রহমান বিসিএস ক্যাডার (পুলিশ) ১২তম ব্যাচে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি দীর্ঘদিন অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। বিগত সরকারের সময় তিনি সুবিধাবঞ্চিত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর অতিরিক্ত আইজিপি হিসেবে পুনরায় পদোন্নতি দেওয়া পর তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

এই বিভাগের অন্য খবর

Back to top button