প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী নিহত

বগুড়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার ২য় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেওয়া সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী।

জানা গেছে, ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া। ওই সময় মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। তখন ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হয়েছে।

পুলিশ জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button