ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল পাওয়া মানেই হাজার গোলের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। তিনি ৯০০ গোলের মাইলফলক ছুঁতেই এই কাউন্টডাউন শুরু হয়েছে। চার ম্যাচ পর সৌদি লিগে আবারও গোল পেলেন রোনালদো। তার ৯০৮ নম্বর গোলের ম্যাচে আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে প্রতিশোধ নিল আল নাসর।
মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে আল আইনকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। এই বিশাল জয়ে তারা মধুর প্রতিশোধ নিয়েছে। কারণ, গত মৌসুমে এই আল আইনে কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়েছিল আল নাসর। পরে আল আইন জিতে নেয় শিরোপা। এবার তাদের হারিয়ে নিজেদের অবস্থান আরও সংহত করল আল নাসর।
ম্যাচের পঞ্চম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন তালিসকা। ৩১তম মিনিটে গোল পান রোনালদো। সাদিও মানের দূরপাল্লার শট গোলকিপার ফেরালেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান কাছে থাকা রোনালদো। এর ছয় মিনিট পর গাব্রিয়েলের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন ৩-০ হয়।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে পার্ক ইয়ং-উর শট পোস্টে লেগে ফেরত এলেও ডাইভ দেওয়া গোলকিপার বেন্তোর পিঠে লেগে ফিরে যায় জালের। এভাবেই কপালের জোরে একটি গোল পরিশোধ করে আরব আমিরাতের দলটি। ওয়েজলি ৮১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৪-১ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন তালিসকা।