প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তৌহিদ আত্মগোপনে ছিলেন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৌহিদের নামে হত্যা নাশকতা বিস্ফোরক দ্রব্যসহ ৬-৭টি মামলা রয়েছে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার বাজার এলাকা থেকে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরো জানান, আজ শনিবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button