প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ফোরকান হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় আমরুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বিমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ডেমাজানী এলাকায় এক অভিযানে তিনি গ্রেপ্তার হন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।

সাইফুল ইসলাম বিমান উপজেলা ডেমাজানী গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, সাইফুল ইসলাম বিমান শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

মো. ফোরকান আলী (৪২) গত বছরের ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। ওইদিন শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় বিএনপির তৎকালীন সরকারবিরোধী মিছিলে অংশ নেন ফোরকান। এ ঘটনায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী গত ৩০ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন।

ফোরকান শাজাহানপুরের ঘাষিড়া সুফিপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button