প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ইসকন নিষিদ্ধ ও মসজিদ-দরবারে হামলার প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে হিন্দুত্বাবাদী ইসকন নিষিদ্ধ এবং মুর্শিদপুর দরবার ও মসজিদে হামলা-লুটপাটকারী দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধ করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের সাতমাথায় এই মানববন্ধন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বগুড়া জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে সাতমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মুফতি মাওয়ালা আব্দুল কাদের সিদ্দিকি নুরু, মুফতি মহিউদ্দিন আব্দুল বারি চিশতি, ক্বারী সৈয়দ মেহেদী হাসান সাব্বিরসহ অনেকে।

ধর্মীয় ব্যানারে বাংলাদেশে হিন্দুত্বাবাদী ইসকন অপরাধমূলক কাজ করছে। তাদের নিষিদ্ধ করতে হবে দাবি করে এ সময় বক্তারা বলেন, বিশ্বে নবী-রাসুল, ওলি আউলিয়াদের হাত ধরে ইসলাম বিকশিত হয়েছে। ইসলাম প্রচারে তাদের ভূমিকা অপরিসীম। তারা ইসলামের প্রাণশক্তি। অথচ একদল মানুষ না বুঝে বিভিন্ন মসজিদ ও দরবারে হামলা করছে। তারা ইসলামের শত্রু। এটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। এই সাথে তাদের আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। নইলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

বেলা আড়াইটায় থেকে শুরু হয়ে ঘণ্টাখানিক ধরে চলা এই মানববন্ধনে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংক্রান্ত প্লেডাক দেখা যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button