বগুড়ায় সরিষা ও ভূট্টার বীজ বেশি দামে বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সরিষা ও ভূট্টার বীজ বিক্রির অভিযোগে মেসার্স সোনালী ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি।
রোববার দুপুরে শহরের ১নং রেলগেট চকযাদু রোড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
বিষয়টি নিশ্চিত করে মেহেদী হাসান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো ওই প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সরিষা ও ভূট্টার বীজ বিক্রি করছে। পরে আমরা বিষয়টি যাচাই করি। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মনিরা আক্তার এবং পুলিশের একটি টিম।