ছাত্র আন্দোলনপ্রধান খবর

সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনে আহতরা

উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খাবারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছিলেন তারা

উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খাবারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছিলেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দিলে আন্দোলনকারীরা পুনরায় হাসপাতালে ফিরে যান।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালে ফিরে যান।

গণঅভ্যুত্থানে আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের।

এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

এক আহত শিক্ষার্থী সংবাদমাধ্যমকে বলেন, আমরা চুরি করতে গিয়ে গুলি খাইনি। জীবন হাতে নিয়ে রাস্তায় নেমেছিলাম দেশকে বাঁচাতে। এখন সরকার আমাদের উন্নত চিকিৎসা দিতে পারছে না। আন্দোলন করেছি কি এজন্য? আমরা এখন পরিবারের বোঝা হয়ে আছি। নিজের টাকা দিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমরা চাই অন্তত উন্নত চিকিৎসা সেবা আমাদের দেওয়া হোক।

এই বিভাগের অন্য খবর

Back to top button