প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় অস্ত্র ও ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া শেরপুর উপজেলায় মোহাম্মদ আবু রায়হান মোল্লা (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু রায়হান মোল্লা খামারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি এবং শুভগাছা গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানায় গত বছরের ২ নভেম্বর বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়। এই মামলার তদন্তে আবু রায়হান মোল্লার সম্পৃক্ততা পায় পুলিশ। পরে শুভগাছা বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, উপজেলার শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে চালান করা হয়েছে।