রাজনীতি

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের গণমিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। 

শিবিরের নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী সরকারের কাজে বাঁধা দেয়ার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা। পাশাপাশি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তির দল সচিবালয়, বিশ্ববিদ্যালয়ে, বিচার কার্যালয়ে ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে বসে আছে। তাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে।

আমরা মনে করি তাদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশে রাজনৈতিক ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ভারতীয় আধিপত্য বিস্তার আবার দেখা যাচ্ছে। আমরা বলতে চাই ভারতীয় আধিপত্যবাদ জুলাই গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলো। যারা ভারতের প্রেসক্রিপশনে চলবে তাদেরকে তরুণ সমাজ আর দেখতে চায় না।

এ সময় তারা আরো বলেন, জুলাই গণহত্যায় যারা জড়িত ছিলো আমরা চাই তাদের বিচার হোক, কিন্ত আমরা দেখতে পাচ্ছি এই বিচারে বাঁধা সৃষ্টি হচ্ছে ও খুনীদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button