প্রধান খবরসারাদেশ

গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬, ওসি প্রত্যাহার

গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে দায়িত্ব অবহেলা করায় ওসিকে প্রত্যাহার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেছেন, “গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ হতে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে এসে এসব বলেন তিনি। 

কমিশনার আরও বলেন, “আমি শুনেছি আমার ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বললাম, তাকে সাসপেন্স করব। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আতাত করে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।” 

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে যারা আত্যাচার করেছে, দেশের উপরে জুলুম করেছে তারা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের কোন মাথাচাড়া বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে চিরুনি অভিযান হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের দমন করার জন্য অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করা হবে।”

পুলিশ কমিশনারের বক্তব্য চলাকালে সেখানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটিসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

ওই ঘোষণার পর শিক্ষার্থীরা বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল করতে করতে ফিরে যান। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button