প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫


বগুড়ার সদরে পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, রোববার ভোরে মাটিডালি এলাকাস্থ হোটেল মাহাথীর সামনে ঢাকা রংপুর প্রধান সড়কে ডিবি পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় প্রাইভেটকার তল্লাশি করলে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। এতে কারের ভিতর থাকা চার জনকে গ্রেপ্তার ও করে ডিবি পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের মোঃ সোহেল রানা (৩৫), মোঃ তানভির হোসেন(২০),মোঃ রইচ উদ্দিন (৩৭) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মোছাঃ জেলি জেসমিন (৩০)।


পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


একই দিন ঢাকা রংপুর মহাসড়কের বারোপুর ওভার ব্রিজের নিচে আরেকটি অভিযানে কামরুজ্জামান নামে একজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান বগুড়ার কাহালুর বাসিন্দা।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button