
বগুড়ায় ‘বিষাক্ত’ অ্যালকোহোল পানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।
শনিবার রাতে শ্রী সনি রায় নামে যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে শুক্রবার রাতে আওরঙ্গজেব ও রাসেলের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় চার জন এক সঙ্গে ‘বিষাক্ত’ অ্যালকোহোল পান করেন। এরপরের দিন থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।
চার জনের মধ্যে এনামুল হক পিলু নামে আরও একজন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সনি রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
হতাহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে আওরঙ্গজেব শহরের ১ নং রেল ঘুমটি থেকে তিনটি প্লাস্টিকের বোতলে অ্যালকাহোল কিনে আনেন। ওই দিন সন্ধ্যায় চারজন এক সাথে অ্যালকাহোল পান করে। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন।
এনামুল হক পিলু জানান, ২৭ তারিখ রাতে সেলিম হোটেলের সামনের রেল ঘুমটি থেকে অ্যালকোহলের বোতল কিনে নিয়ে আসে চিন্টু। সেটা আমরা চারজন মিলে খাই। খাওয়ার একদিন পর পাতলা পায়খানা শুরু হয়। সাথে শ্বাসকষ্ট ছিল।
এনামুলের ভাই এমদাদ হোসেন জানান, তার ভাই কাপড়ের ব্যবসা করেন। সে মদ খেত আমরা জানি। তার সাথেকার আওরঙ্গজেব ও রাসেল মারা গেছে। সনি নামে আরেকজন মেডিকেল হাসপাতালে ভর্তি আছে।
বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক এ কে এম মইন উদ্দিন বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে দুইজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই মৃতদের দাফন করেছেন। এ ঘটনায় আইনগত বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।